আগরতলা পুর নিগমের ৪৯ ওয়ার্ডের অন্তর্গত আমতলী বাইপাস সংলগ্ন নতুন কমিউনিটি হলের কাজকর্ম বৃহস্পতিবার খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই কমিউনিটি হলটি নির্মাণ করা হচ্ছে।পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন, এই কমিউনিটি হলের কাজটি প্রায় ৭-৮ বছর আগে শুরু হয়েছিল। কিন্তু মধ্যে কিছু কারণবশত এই কাজ প্রায় ৬ বছর ধরে বন্ধ ছিল। পুনরায় এই কমিউনিটি হলের কাজ শুরু করা হয়েছে। প্রায় ৫০০ আসনের ব্যবস্থা করা হবে এই হলে। আগামী কয়েক মাসের মধ্যেই এই কমিউনিটি হলের কাজ শেষ করা হবে বলে জানান মেয়র। এই কমিউনিটি হল চালু করা হলে এলাকার জনগণ উপকৃত হবেন আশা ব্যক্ত করেছেন মেয়র l
akb tv news
10.09.2025